. • বিজ্ঞাপন পার্টনারশিপ (Referral Programme) - User Panel - LifeX Technology

Header Menu

• বিজ্ঞাপন পার্টনারশিপ (Referral Programme)

সখীপুর অনলাইন নিউজ ও Tangailnews24.com এর সকল প্রতিনিধি ও সংযুক্ত কার্যাবলীতে অংশগ্রহণ করা সকলেই আমাদের বিজ্ঞাপন বিভাগের অন্তর্ভুক্ত হয়ে নিউজ পোর্টালে বিজ্ঞাপন প্রকাশের কাজের ধাপ পূরণ করে নির্দিষ্ট শর্তাবলী অনুযায়ী বিজ্ঞাপনী অর্থ আয় করতে পারেন। 

আমাদের রয়েছে ৩ লক্ষাধিক পাঠকের ব্যবহৃত ইন্টারনেট ভিত্তিক নিউজ পোর্টাল  ও ১ লক্ষাধিক পাঠক নিয়ে জনপ্রিয় ফেসবুক পেইজ।

 • একটি বিজ্ঞাপন মূলত কোন ব্যক্তি,সেবা,পন্য অথবা প্রতিষ্ঠান এর প্রচারণা। 
 আমাদের মোট ৪ লক্ষাধিক পাঠকের নিকট আমরা স্থানীয় (আপনার গ্রাম বা থানা) , পার্শ্ববর্তী অঞ্চল ও দেশের সেরা বিজ্ঞাপনগুলি তুলে ধরতে চাই। তবে বিজ্ঞাপন হতে হবে মার্জিত, সামাজিক ও আধুনিক । 

চলুন তাহলে কিছু বিজ্ঞাপন মেথড সম্পর্কে জেনে নেইঃ

দেশ সেরা বিজ্ঞাপনঃ Walton,Lux,Rin,Wheel,Pepsodent,Coca-cola,7-up এরকম সু-পরিচিত কোম্পানিগুলোর সাথে মেইলের মাধ্যমে বা ব্যাক্তিগত উপায়ে যোগাযোগ করে বিজ্ঞাপন প্রজেক্ট হাতে নেয়া।
★ কাজ শেখানো হবে !
সুযোগঃ এক্ষেত্রে সারা বাংলাদেশের যেকোন স্থান থেকে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন।

সেবা বা স্থানীয় আঞ্চলিক বিজ্ঞাপনঃ ধরুন একটি ব্যাক্তি গ্রাম্য ডাক্তার হিসেবে সেবা দেয় - তার প্রচারণা দরকার - সেক্ষেত্রে তার এই সেবা আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরার জন্য প্রজেক্ট হাতে নেবেন। শুধু এই ডাক্তারি সেবা নয় এরকম আরো হাজারো সেবা মানুষ দিয়ে থাকে আমাদের সমাজে বা থানা,জেলার ভেতরে। এটি স্থানিয় এডভারটাইজিং হিসেবে গন্য হবে। এক্ষেত্রে স্থানীয় বা আপনার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ক্লিনিক,ব্যবসা প্রতিষ্ঠান সহ নানাবিধ সেবা বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে তাদের বিজ্ঞাপন নিয়ে আমাদের সাথে এই প্রজেক্টে কাজ করতে পারেন। যেমনঃ বিভিন্ন স্কুল মাদ্রাসার বিজ্ঞাপন,বিভিন্ন বিক্রয় বিজ্ঞপ্তি , পন্য বা সেবা প্রভৃতি।
সুযোগঃ সখীপুর টাঙ্গাইল ও পার্শ্ববর্তী অঞ্চলে থেকেই আমাদের সাথে কাজ করতে পারবেন।
এতে নির্দিষ্ট কোন সময় ধরা-বাঁধা নেই। ক্লায়েন্ট খুজবেন ও পেয়ে গেলে আমাদের এডমিন প্যানেলে জানাবেন। এইতো কাজ। 

চলুন এবার কাজের পদ গুলো দেখে নেই।

 •একটি বিজ্ঞাপন তৈরীতে যাদের অবদান থাকেঃ

 • ক্লায়েন্ট হান্টারঃ  (যিনি বিজ্ঞাপনদাতা দের খোঁজে বের করেন। কে কে বিজ্ঞাপন প্রকাশ করবে তাদের তালিকা তৈরী এবং তাদের কাউন্সেলিং ও সঠিক পরামর্শ প্রদান করে বিজ্ঞাপনী প্রজেক্ট হাতে নেয়া ) 

বিঃদ্রঃ আপনি যদি ক্লায়েন্ট হান্টার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার দ্বারা প্রাপ্ত ক্লায়েন্টের প্রতিটি বিজ্ঞাপনী মূল্য থেকে ২৫% হারের একটি টাকার এমাউন্ট প্রতিমাসে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার হাতে যদি ১০ টি বিজ্ঞাপন থাকে সেই ১০টি বিজ্ঞাপন থেকেই যে পর্যন্ত বিজ্ঞাপন চলবে সে পর্যন্ত একই হারে প্রতিমাসে টাকা উপার্জন করবেন। 

 • ক্যামেরাম্যান-ভিডিওগ্রাফারঃ (যিনি বিজ্ঞাপন তৈরীর জন্য বিভিন্ন স্পটে ব্যাক্তিগতভাবে ক্যামেরা (HD or 4K) , মাইক্রোফোন (Higher Quality হতে হবে), ভিডিও ষ্ট্যান্ড,লাইটিং ব্যাবহার করে বিজ্ঞাপনের জন্য ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করবে।)

 বিঃদ্রঃ আপনি যদি ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার দ্বারা প্রাপ্ত ক্লায়েন্টের প্রতিটি বিজ্ঞাপনী মূল্য থেকে ২৫% হারের একটি টাকার এমাউন্ট প্রতিমাসে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার হাতে যদি ১০ টি বিজ্ঞাপন থাকে সেই ১০টি বিজ্ঞাপন থেকেই যে পর্যন্ত বিজ্ঞাপন চলবে সে পর্যন্ত একই হারে প্রতিমাসে টাকা উপার্জন করবেন। 

 •ভিডিও/অডিও এডিটরঃ  (যিনি বিজ্ঞাপন তৈরীর জন্য প্রফেশনাল মানের ভিডিও এডিট (Adobe Premier Pro, After Effect) ও উন্নত প্রযুক্তির মাইক্রোফোন (Noise Cancellation) ব্যবহারের মাধ্যমে ভয়েজ ওভার প্রস্তুত করেন) 

বিঃদ্রঃ আপনি যদি এডিটর হিসেবে কাজ করতে চান তাহলে আপনার দ্বারা প্রাপ্ত ক্লায়েন্টের প্রতিটি বিজ্ঞাপনী মূল্য থেকে ২৫% হারের একটি টাকার এমাউন্ট প্রতিমাসে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার হাতে যদি ১০ টি বিজ্ঞাপন থাকে সেই ১০টি বিজ্ঞাপন থেকেই যে পর্যন্ত বিজ্ঞাপন চলবে সে পর্যন্ত একই হারে প্রতিমাসে টাকা উপার্জন করবেন। 


 • প্রকাশকঃ ( যিনি তার প্রতিটি নিউজ বা কন্টেন্টে বিজ্ঞাপন প্রচার করবেন ধারাবাহিকতায়) 

 বিঃদ্রঃ প্রকাশক প্রতিটি বিজ্ঞাপনী মূল্য থেকে ২৫% হারের একটি টাকার এমাউন্ট প্রতিমাসে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার হাতে যদি ১০ টি বিজ্ঞাপন থাকে সেই ১০টি বিজ্ঞাপন থেকেই যে পর্যন্ত বিজ্ঞাপন চলবে সে পর্যন্ত একই হারে টাকা উপার্জন করবেন। 

 বিশেষ উপলব্ধিঃ প্রতিটি ধাপের কাজ এককভাবে ৩ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করে Admin Panel এ সাবমিট করতে হবে। 

 পেমেন্ট সিস্টেমঃ উপরোক্ত নিয়মে আপনার উপার্জিত টাকা টাকা প্রতি মাসের হিসেব শেষে অটোমেশন ব্যবহার করে বিকাশ বা নগদের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও একটি পার্টনারশিপ একাউন্ট বা কন্ট্রোল প্যানেল লিংক পাবেন - যেখানে ক্লিক করে আপনার মোট আয় ও ক্লায়েন্ট লিষ্ট সহ ডিলেইলস দেখতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ।


উপরের উল্লেখিত সকল শর্ত-সাপেক্ষ গ্রহন করে  একজন   ক্লায়েন্ট হান্টার  হিসেবে রেফারেল প্রোগ্রামে যুক্ত হতে নিচের দেওয়া লিংকে আবেদন করুন।

বিঃদ্রঃ আবেদনের পর আপনার তথ্য যাচাই করে আপনাকে বাছাই করা হতে পারে - যদি বাছাই করা হয় তাহলে আপনাকে একটি Whats app এর সাথে কানেক্ট করিয়ে দেয়া হবে। যেখানে কখন কি করতে হবে ও কিভাবে করতে হবে তা নিয়ে একজন এড এক্সপার্ট সার্বক্ষনিক আপনাকে সেবা দিবেন।


Apply On Referral





logo
If any brand connect by you on LifeX Technology. You will get 20% profit for each business term refer. Don't Miss It. Look Up For Your Client To Get Huge Job.
  • Facebook
  • WhatsApp
  • Instagram
  • Free HTML 2

    Free HTML 3

    Free HTML 4